Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ভাষা ও সংস্কৃতি

প্রাগৈতিহাসিক কালে জলদস্যু দ্বারা আক্রান্ত পটুয়াখালী জেলার মিঠাগঞ্জ অঞ্চলের মানুষেরা। সহজ সরল এবং স্বাভাবিক জীবন যাপনে অভ্যস্ত। লুঙ্গি, গামছা, হচ্ছে পুরুষদের । আর শাড়ি, কিংবা সালোয়ার, কামিজ, নারীর আটপৌরে যাপিত জীবনের লজ্জা নিবারণের প্রধানতম উপকরন । মাছ আর ভাতই খাদ্য অধিকার করে আছে আজও মিঠাগঞ্জ ইউনিয়ন। তদুপরি এখানকার মানুষেরা বরিশালের আঞ্চলিক ভাষায় কথা বলে থাকে।মাছ ভাত তাদের নেশা আর পেশা। তাই মাছে ভাতে বাঙ্গালী বলা হয় ।