Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে মিঠাগঞ্জ ইউনিয়ন।

 

  বাংলাদেশের সর্ব দক্ষিণে অবস্থিত সাগর কন্যা পটুয়াখালী জেলার আন্ধার মানিক নদীর তীরে গড়ে  উঠা কলাপাড়া উপজেলার একটি ইউনিয়ন হলো মিঠাগঞ্জ  ইউনিয়ন । কাল পরিক্রমায় ৪নং মিঠাগঞ্জ ইউনিয়নে শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলা-ধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকৃয়তায় আজও সমুজ্জ্বল।

 ১। নাম : ৪নং মিঠাগঞ্জ ইউনিয়ন পরিষদ।

 

(ক)আয়তন : ৭৩৪৮ একর,

(খ)লোকসংখ্যা : ১১৫৮৭ জন,

 

(গ)গ্রাম ১৪টি । যথাঃ-

 

১। মিঠাগঞ্জ, ২। বাইশাখলা, ৩। পূর্বমধুখালী, ৪। পশ্চিমমধুখালী, ৫। আলীগঞ্জ, ৬। আরামগঞ্জ,৭। গোলবুনিয়া, ৮। তেগাছিয়া, ৯। আজিমদ্দিন, ১০। মেলাপাড়া, ১১। সাফাখালী,  ১২। উত্তর চরপাড়া,  ১৩। দক্ষিণ চরপাড়া,  ১৪। ইসলামপুর,

 

মৌজাঃ ৩টি। ১।মিঠাগঞ্জ, ২।মধুখালী, ৩। তেগাছিয়া,

 

(ঙ)   বাজার: ৩টি যথা :-

১। তেগাছিয়া বাজার,

২। গাজীর বাজার,

৩। জয়বাংলার বাজার,

 

ক।  সরকারি প্রাথমিক বিদ্যালয়ঃ ০৯টি বেসরকারি ০৩ টি। যথাঃ

 

১. ২৪ নং মিঠাগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় ।

২. ২০ নং পূর্বমধুখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় ।

৩. ২৭ নং পশ্চিমমধুখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়।

৪. ২৫ নং গোলবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।

৫. ২৬ নং তেগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।

৬. ২৩ নং চরপাড়া পক্ষিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।

৭. ৮১ নং আলীগঞ্জ আলহাজ্ব মাহবুবুর রহমান তালকুদার সরকারি প্রাথমিক বিদ্যালয়।

৮. ৮৭ নং আরামগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়।

৯. ৮৪ নং চরপাড়া সাফাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়।

 

খ. বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ০৩টি। যথা :-

 

। সাফাখালী এস বি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়।

২। বাইশাখলা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়

৩। মেলাপাড়া আলহাজ্ব মাহবুবুর রহমান তালুকদার বেসরকারি প্রাথমিক বিদ্যালয়

 

গ. মাধ্যমিক বিদ্যালয় ২টি।যথা :-

 

১.পূর্বমধুখালী মাধ্যমিক বিদ্যালয়।

২.তেগাছিয়া মাধ্যমিক বিদ্যালয়।

 

ঘ. মাদ্রাসা : ২ টি। যথা :-

 

১. পূর্বমধুখালী ছালেহিয়া দাখিল মাদরাসা।

২. আলীগঞ্জ আরামগঞ্জ দাখিল মাদরাসা।

 

ঙ. কওমিয়া মাদরাসা ৩টি

 

চ। হাফিজীয়া মাদরাসা ২টি। যথা :-

 

১। তেগাছিয়া হাফেজীয়া  মাদরাসা।

২।আরামগঞ্জ হাফেজীয়া মাদরাসা।

 

ছ.   মসজিদ :      ৩৪টি

 

নবনির্বাচিত ইউনিয়ন পরিষদের বিবরণ -

 

(ক) শপথ গ্রহণের তাং ২০/৬/২০১৩ খ্রি:

(খ) প্রথম সভার তাং  ২০/৬/২০১৩ খ্রি:

 

জ.ইউনিয়ন পরিষদ জনবল –

 

১) নির্বাচিত পরিষদ চেয়ারম্যান - ১ জন ।

 

২)ইউনিয়ন পরিষদ সচিব - ১ জন ।

 ৩) নির্বাচিত পরিষদ সদস্য – ১২ জন।

 

              ৪) দফাদার- ০ ।

              ৪) ইউনিয়ন গ্রাম পুলিশ – ৫ জন।

 

ঝ. উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম – ইটের রাস্তা/মটর সাইকেল/কাচা রাস্তা/ট্রলার।

 

ঞ. শিক্ষার হার – ৪৮% ।

 

 

ট. দায়িত্বরত চেয়ারম্যান -  জনাব কাজী হেমায়েত উদ্দীন হিরন ।

 

ঠ. ইউপি ভবন স্থাপন কাল – পুরাতন/ জুকিপূর্ন।